সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার:
গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় খুলনার গোয়ালখালী জাহাজের মোড়ে খুলনা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি হয়। এতে খুলনার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও সাধারণ নাগরিক সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে দৈনিক ফলাফল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক লায়ন শেখ মোস্তাফিজুর রহমান বলেন, “সত্যের পক্ষে কলম ধরার অপরাধে একজন সংবাদযোদ্ধার জীবন চলে যাওয়া শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, এটি মুক্ত সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।” তিনি দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বর্ণপদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা অন্যায়ের বিরুদ্ধে সত্য তুলে ধরেন। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাদের জীবন নিরাপদ না থাকে, তবে রাষ্ট্রের ন্যায়পরায়ণতা প্রশ্নবিদ্ধ হয়।” তিনি তুহিন হত্যাকাণ্ডকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে গভীর ক্ষত হিসেবে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর ইন্টেরিম গভর্নমেন্ট সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সাংবাদিকসহ অরাজনৈতিক প্ল্যাটফর্মে হস্তক্ষেপ বেড়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে পাঁচজন গ্রেপ্তার হলেও বাকিদের দ্রুত গ্রেপ্তার করে জনসম্মুখে বিচার দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা খুলনাসহ সারাদেশে খুন, সহিংসতা, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং পুলিশ ও যৌথ বাহিনীর প্রতি নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন।
অনুষ্ঠানে খুলনা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহবাজ জামান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সম্পাদক, প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।