রমনায় অটোরিকশা ছিনতাই, চালক আলামিন গুরুতর আহত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে এক চালককে মারধর করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত চালকের নাম মোহাম্মদ আলামিন (৩০)।
জানা গেছে, জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্দা ও মৃত সওদাগারের ছেলে আলামিন মগবাজার মীরেরবাগ এলাকার একটি গ্যারেজ থেকে অটোরিকশা চালাতেন। গ্যারেজটির মালিক মিজানুর রহমান জানিয়েছেন, “শনিবার বিকেলে আলামিন রিকশা নিয়ে বের হয়। রাত গভীর হলে গ্যারেজে ফেরার সময় রমনার সিদ্ধেশ্বরী রোডে একদল ছিনতাইকারী তার পথ আটকে মারধর করে এবং রিকশাটি নিয়ে পালিয়ে যায়।”
গুরুতর আহত অবস্থায় রাতভর সড়কে পড়ে থাকার পর সকালে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্যারেজ মালিক থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই ধরনের ঘটনায় রাতের শহরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।