
নিজস্ব প্রতিবেদক দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১১০০ ডিলারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হলো আমান ফিডের বর্ণিল বার্ষিক ডিলার সম্মেলন ২০২৫। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আমান লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আমান ফিডের ২০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এই জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রাণবন্ত আয়োজনে দেশের প্রায় প্রতিটি জেলা থেকে আমান ফিডের সম্মানিত ডিলাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডিলারদের মধ্যে ২৭ জনকে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে শীর্ষ বিক্রেতা পরিবেশক হিসেবে প্রথম স্থান অর্জন করেন মো. জামাল উদ্দীন, দ্বিতীয় স্থান লাভ করেন আলিমুল ইসলাম খান এবং তৃতীয় স্থান অর্জন করেন ফকির মো. খালিদ কালিমুল্লাহ। এছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট—এই আটটি অঞ্চলের প্রতিটিতে তিনজন করে শীর্ষস্থানীয় ডিলারকে আঞ্চলিক পুরস্কারে সম্মানিত করা হয়। দিনব্যাপী এই আয়োজনে আমান ফিড ও আমান গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডিলারদের উদ্দেশে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আমান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জনাব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) সাঈদ মাসুদ, উপদেষ্টা শামস উল ইসলাম এবং আমান ফিডের নির্বাহী পরিচালক সাইফুল হাসনাত। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আমান গ্রুপের পরিচালক তরিকুল ইসলাম এবং সমাপনী বক্তব্য দেন গ্রুপের জেনারেল ম্যানেজার (এইচআর) হানিফুর রহমান। আনন্দঘন এই আয়োজনে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনির প্রাণবন্ত উপস্থাপনায় আকর্ষণীয় র্যাফেল ড্র আয়োজন করা হয়, যা উপস্থিত সবাইকে বিমোহিত করে।
নিজস্ব প্রতিবেদক: আজ ২২-০৩-২০২৫ ইং তারিখে রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের রেস্টুরেন্টে মানবতার দেয়াল ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সাব্বির (সাবেক ছাত্র নেতা) চেয়ারম্যান ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়েব মজুমদার সম্পাদক দৈনিক পুঁজি বজার, সিইও স্টার […]
দৈনিক পুঁজিবাজার: আজিজ পাইপস লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হালিম। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ড. স্বপন কুমার ধর এবং জামাল উদ্দিন ভূঁইয়া, বিকল্প পরিচালক ড. আলী আহমেদ হাওলাদার ও ইঞ্জিঃ শাহজাহান শিকদার, অতিরিক্ত স্বতন্ত্র পরিচালক ড. […]
স্টাফ রিপোর্টারনোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আমিনুল ইসলাম বিদ্যুৎ সভাপতি ও আব্দুল মন্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমসিএস উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ২ জন […]
দৈনিক পুঁজিবাজার :আজ২৩-০৯-২০২৪ ইং তারিখে সোনালী লাইফ ইন্সুরেন্সের প্রধান কার্যালয়ে ২৩ তম শরীয়াহ্ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন, শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী; ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল মারুফ-মাদানী; সদস্য সচিব শায়েখ এবিএম মাছুম বিল্লাহ; সদস্য; ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফতি মাওলানা মোঃ সাইফুল কবির, জনাব […]
দৈনিক পুঁজিবাজার: আজ ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার কক্সবাজার সেলস্ অফিসে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর উন্নয়ন সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ডিএমডি ও হেড […]
ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করে অভ্যস্ত অষ্টম শ্রেণি পড়ুয়া রিশাদ কবির। চাকরিজীবী বাবা-মা সকালে চলে যান, ফিরতে ফিরতে সন্ধ্যা বা রাত। ফলে, স্কুলে বা কোচিংয়ে আসা-যাওয়া, বই কেনা, রেস্টুরেন্টে খাওয়া, দরকারি কেনাকাটা সব নিজেই করেন রিশাদ। রিশাদ বলেন, ‘দেখা গেলো, বাসার পাশের দোকানে কিছু কিনতে গেলাম বা সন্ধ্যায় অনলাইনে কোনো নাস্তা অর্ডার করলাম, তারপর […]