মামলার জট কমাতে আইনজীবীদের সহায়তায় মাঠে জাইকা

বিকল্প বিরোধ নিষ্পত্তির পদ্ধতি হিসেবে মধ্যস্থতার কার্যকারিতা বাড়াতে আইনজীবী, বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
জাইকার সহায়তায় ‘অ্যাকসেস টু জাস্টিস প্রজেক্ট’-এর আওতায় কুমিল্লা ও বরিশাল জেলায় মধ্যস্থতা পদ্ধতির প্রচলন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
গত ১-২ আগস্ট অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রায় ৫০ জন বিচারক, জেলা লিগ্যাল এইড অফিসার, আইনজীবী ও বিচার বিভাগের সংশ্লিষ্টরা অংশ নেন।

২০২৪ সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ২৪০ জন বিচারক, আইনজীবী ও কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যা মামলা নিষ্পত্তিতে মধ্যস্থতার গুরুত্ব ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।
জাইকার বাংলাদেশ প্রতিনিধি ইচিগুচি কাতসুমাসা বলেন, “বাংলাদেশে ন্যায়বিচার ব্যবস্থার উন্নয়নে জাইকা সবসময় পাশে রয়েছে। আমরা বিশ্বাস করি, মধ্যস্থতা একটি কার্যকর পদ্ধতি যা মামলার জট কমাতে ভূমিকা রাখবে।”
এ প্রশিক্ষণের অন্যতম বিশেষজ্ঞ অধ্যাপক ইব্রাহিম হোসেন বলেন, “আন্তর্জাতিক মানের মধ্যস্থতা চর্চার মাধ্যমে বাংলাদেশেও একটি টেকসই ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা উন্নত মধ্যস্থতা কৌশল শেখার পাশাপাশি ‘কোলাবোরেটিভ মিডিয়েটর’ হিসেবে ভবিষ্যতে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন।
এই কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি শক্তিশালী করে ন্যায়বিচারের প্রসারে একটি ইতিবাচক ধারা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।