ডিএসইতে সাপ্তাহিক দরপতনের শীর্ষে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩-৭ আগস্ট) মিউচুয়াল ফান্ড খাতের এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দরপতনের শীর্ষে রয়েছে। বিনিয়োগকারীদের কম আগ্রহের কারণে ইউনিটের দামে বড় ধস নেমে সাপ্তাহিক দরপতনের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে এ ফান্ডটি।
শনিবার (৯ আগস্ট) প্রকাশিত ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিটের মূল্য ১০.২৩ শতাংশ কমেছে। আগের সপ্তাহে সমাপনী মূল্য ছিল ৮ টাকা ৮০ পয়সা, যা বিদায়ী সপ্তাহ শেষে নেমে এসেছে ৭ টাকা ৯০ পয়সায়।
দরপতনের তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে— সেন্ট্রাল ইন্স্যুরেন্স (৯.০৫%), সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (৮.৯৯%), ফার কেমিক্যাল (৮.৬৮%), ট্রাস্ট ব্যাংক (৮.৫৬%), জনতা ইন্স্যুরেন্স (৮.৪২%), ফারইস্ট ফাইন্যান্স (৮.১১%), সিটি ব্যাংক (৭.৩৬%), মার্কেন্টাইল ইন্স্যুরেন্স (৭.১৭%) এবং ঢাকা ব্যাংক (৭.০৯%)।