ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ১০% ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বন্ড খাতের ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীদের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট নির্ধারণ করা হয়েছে। এ হার অনুযায়ী, নির্ধারিত সময়সীমায় বিনিয়োগকারীরা মুনাফা পাবেন।
সোমবার (৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগের দিন, রবিবার (৩ আগস্ট) বন্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে এই কুপন রেট অনুমোদন করা হয়।
সূত্র জানায়, ঘোষিত কুপন রেট ২০২৫ সালের ৭ আগস্ট থেকে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য প্রযোজ্য হবে। এই সময়ে বন্ডধারীরা ১০ শতাংশ হারে মুনাফা অর্জন করবেন।
ঘোষিত মুনাফা পেতে হলে বিনিয়োগকারীদের কাছে বন্ড থাকতে হবে রেকর্ড তারিখে, যা নির্ধারণ করা হয়েছে আগামী ৪ আগস্ট। রেকর্ড তারিখে যেসব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে বন্ডটি থাকবে, তারাই এই কুপন মুনাফার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।
এছাড়া, কুপন রেট ঘোষণার দিনে ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে কোনো প্রাইস লিমিট প্রযোজ্য থাকবে না বলে জানানো হয়েছে।