সপ্তাহজুড়ে ডিএসইতে শীর্ষ মূল্যবৃদ্ধিকারী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩–৭ আগস্ট) বিমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারদরের দিক থেকে সবার শীর্ষে অবস্থান করেছে।
শনিবার (৯ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা যায়, বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য আগ্রহের ফলে কোম্পানিটির শেয়ারের মূল্য বেড়েছে প্রায় এক পঞ্চমাংশ।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ১৯.১১ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে সমাপনী দর ছিল ১০৩.৬০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩.৪০ টাকায়। ফলে প্রতিষ্ঠানটি ডিএসইর সাপ্তাহিক শীর্ষ মূল্যবৃদ্ধিকারী তালিকার প্রথম স্থানে জায়গা করে নিয়েছে।
দাম বাড়ার শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— সমতা লেদার (১৪.৫৪%), মালেক স্পিনিং (১৪.২৯%), বিডি ল্যাম্পস (১৩.৮১%), ওয়াটা কেমিক্যাল (১৩.১১%), ইনডেক্স অ্যাগ্রো (১২.৫৬%), অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস (১২.৫০%), রহিম টেক্সটাইল (১২.৪৪%), সোনালী পেপার (১২.৪৩%) এবং দুলামিয়া কটন (১২.৩২%)।