
বিশ্বাসে চলি আমরা বিশ্বাসে খাই,বিশ্বাসে আচাই বিশ্বাসে চমকাই।বিশ্বাসে উপর ওয়ালাকে ডাকা,ঈদের প্রার্থনা,ঈদের আলো পাওয়া,আলোয় আলোকিত জীবনের প্রতিজ্ঞাবদ্ধ থাকা।ঈদের আলোয় সুখ তৈরী হবে, মানসিকতায় বহে ফুরফুরে হাওয়া,দুর্গম পথ সুগম হবে,প্রফুল্ল মনে থাকবে দিশা,ঘোচায় মনের দুঃখ, অন্ধকার ঘুচে যাক,যাগ রোগ যথা,শক্তি জোগায় দ্বীপ্ত হতে গাঁথবে চমকের প্রারম্ভিকতা,দাম্ভিকতার জীবন জোয়ারে ভাসতে জোগায় অনুপ্রেরণা।ঈদের আলো মনে তৈরী করে আলোর […]
মহিলাদের সারমর্ম প্রিয়াঙ্কা নিয়োগী,ভারত___________________________________________নারী তুমি প্রথিতযশা শিক্ষাবিদ,ঘর সামলানোর যত্নে পৃথিবীকে সাজাও অহর্নিশ,মায়া মমতায় রাখো সৌরভিত,সকলকে রাখো উদ্ভাসিত।নিয়মকে নিয়ম করে সংসার সাজাওউন্নতির বাঁধনে,ঝড়,যুদ্ধ ধৈর্য্যৈর সাথে সয়েহাসি মুখে ভালোবাসা,ধমক ও মায়ায় সবাইকে সামলাও,ধরে রাখো আঁচলে গিট দিয়ে।নগরীর নগর শহরের সভ্যতা তুমি,আলোর মহিমা তুমি।
সব সম্ভব।সম্ভব কে “সম্ভব করা যাবে”,কাজে তা করে দেখাতে হবে।যেমন ভাবনা তেমনি কাজ হলে।যারা পেরেছে তারা করে দেখিয়েছে ,করতে চেয়েছিল বলে । পারাটা যেখানে স্বাভাবিক,সম্ভব সেখানে সহজ,নিয়মিত অনুশীলন যোগায় মনের সাহস। ভয় পাচ্ছো কেন হবেনা বলে!বুকে সাহস নিয়ে নেমে পরো কাজটি করতে,থেমে যেতে নেই কাজ না হওয়ার আগে। কাজের ফল সম্ভব বা অসম্ভব!কাজ সুন্দর সম্পন্ন […]
নারীর ভূমিকা,কবি: প্রিয়াংকা নিয়োগী, ভারত নারী তুমি সবেতেই রাখো ভূমিকা,আরেকটু বুঝলে সবেতেই সেরা।তুমি মমতাময়ী মায়ায় মেখে রাখো সংসার,তোমার সাজানো জগতে চলে তোমার উপর ধাঁধা,বাঁধা ও অত্যাচার,ভেবো দেখো তোমার হাতেই আছে সমাধান।যুগের পরিবর্তনে তুমি হয়েছো দামী,সময়ের সাথে যুদ্ধ করে ছিনিয়ে নিয়েছো নিজের অধিকার খানি।বুঝিয়ে দিয়েছো যুদ্ধে তুমিও পারদর্শী।পারো এগিয়ে যেতে জয়ের জয়ধ্বনি দিতে।দক্ষতা রাখো সবেতেই –“পড়াশোনা,পেশা,প্রযুক্তিবিদ্যা,খেলাধুলা, […]
তবুও থামবো না,প্রিয়াংকা নিয়োগী, ভারত ঐ গাছের পাতা সব শুকিয়ে গেছে,পরছে নিরন্তর ঝরে।গাছটাও শুকিয়ে যাচ্ছে শুষ্ক মাটিতে।বাঁচাতে হবে গাছটাকে যেনতেন প্রকারে,শুকনো গাছকে জীবন্ত করে নতুন পাতা ফলাব,জীবন্ত রাখব বলে। পরিশ্রমের ঘাম ও রক্তের রঙে আঁকবে পাহাড়ের অনেক পাথর।তবুও থামবো না মচকাব না ভাঙ্গবো না,ক্লান্তির কাছে সপে যাবো না।যাবো শৃঙ্গের মাথায় তাকাবো যাত্রা পথে,নেবো অভিজ্ঞতা কুড়িয়ে,রেখো […]
শিক্ষা মন্ত্রণালয় নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাজন তুলে দেওয়ার নতুন পরিকল্পনা করেছে। তবে, প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে এ বছর এটি বাস্তবায়ন সম্ভব হয়নি। আগামী শিক্ষাবর্ষ থেকে এই পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। শিক্ষার্থীদের জন্য বিষয় বাছাইয়ের স্বাধীনতা পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) […]
মোঃ হাফিজুর রহমানস্টাফ রিপোর্টার রাজধানীর উত্তর শাহজাহানপুরে অবস্থিত হলি আইডিয়াল স্কুল ও হলি প্রি-ক্যাডেট মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় ও আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালি চলাকালীন পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের কপালে লাল সবুজের পতাকা, হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও […]