জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বেসিক ব্যাংকের বৃক্ষরোপণ

জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির আওতায় সমগ্র দেশে অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখাসমূহের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান অথবা উপযুক্ত স্থানে বনজ, ফলদ এবং ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
বুধবার, ৬ আগস্ট ২০২৫ রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যাংকের পরিচালক শেখ ফরিদ (জেডিএস স্কলার), যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান বৃক্ষরোপণ করেন।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ নাসির উদ্দিন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মোঃ গোলাম সাইদ খান, সাইদুর রহমান সোহেল ও নুরুর রহমান চৌধুরীসহ উপমহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকতা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।