বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: গত ০৪ জুলাই ২০২৫, শুক্রবার, রাজধানীর কাকরাইলস্থ স্কাউট ভবনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে আগত ফেলোশিপ সদস্যবৃন্দ ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শামস এ খান। সাধারণ সম্পাদক মুকুল আনেয়ার-এর সার্বিক তত্ত্বাবধানে এবং এম ওয়াহেদ রাসেল-এর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি ছিল অত্যন্ত গতিময় ও সংগঠিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেজবাহউদ্দিন জনি এবং ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, যিনি বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপের একজন আজীবন সদস্য। অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন-কে সংগঠনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম শামস এ খান সম্মানসূচক একটি সার্টিফিকেট প্রদান করেন।
ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে বলেন:
“বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক প্ল্যাটফর্ম, যেখানে তরুণ ও অভিজ্ঞরা একত্র হয়ে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আজকের এই সম্মান আমার জন্য শুধু প্রাপ্তি নয়, দায়িত্বও বয়ে আনে। আমি সবসময় এ সংগঠনের পাশে থেকে সমাজসেবায় অবদান রাখতে চাই।”
আয়োজনের শেষপর্যায়ে পারস্পরিক কুশল বিনিময়, ছবি তোলা এবং প্রীতিভোজের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি শেষ হয়।