চালের বাজারে অস্থিরতা, কুষ্টিয়ার খাজানগরে প্রশাসনের অভিযান

গত তিন সপ্তাহ ধরে দেশের চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ক্রমাগত বেড়ে চলেছে সব ধরনের চালের দাম। প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ায় ভোক্তারা পড়েছেন বাড়তি চাপের মুখে।
এই প্রেক্ষাপটে দেশের অন্যতম বৃহৎ চাল মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
অভিযানে অতিরিক্ত মজুত, ওজনে কম দেওয়া, পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং অনুমোদনহীন মোড়কে চাল প্যাকেটজাত করার অভিযোগে তিনটি রাইস মিলকে জরিমানা করা হয়।
এর মধ্যে টোকন রাইস মিলকে ৪০ হাজার টাকা, জাহিদ অটো রাইস মিল ও দাদা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও অংশ নেন।
খাজানগর দেশের চাল ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশেষ করে মিনিকেট ও সরু চালের জন্য এ মোকামটির সুনাম রয়েছে। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে।
অভিযান পরিচালনাকারীরা জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে মূল্যবৃদ্ধি রোধে এ ধরনের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।