উপদেষ্টা আসিফের ব্যাগে অস্ত্রসহ ম্যাগাজিন, প্রশ্নবিদ্ধ জুলাই গণঅভ্যুত্থান

পুজিঁবাজার প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ব্যাগ থেকে গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ। রবিবার (২৯ জুন) সকালে বোর্ডিং ব্রিজ-০৯-এ লাগেজ স্ক্যানিংয়ের সময় এই অস্ত্রাংশ শনাক্ত হয়। পরে উপদেষ্টা সেটি তার প্রটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ মাহমুদ দাবি করেন, এটি ছিল তার লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের ম্যাগাজিন, যা ভুলবশত ব্যাগে থেকে গেছে। তিনি লেখেন, “শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না।”
তবে তার এমন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী বলেন, “একজন উপদেষ্টার এমন আচরণ গণঅভ্যুত্থানের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে কি না—তা স্পষ্ট করা জরুরি। সরকারকে জবাবদিহিতার আওতায় এনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।”
সমাজ ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক জানান, “ফেসবুকে স্টেটাস দিলেও উপদেষ্টা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব অভিযোগ উঠেছে, তা নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।”
উল্লেখ্য, এর আগেও তার এপিএস-এর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারি, পিতার নামে ঠিকাদারি লাইসেন্সের বিতর্কসহ একাধিক ইস্যু সামনে এসেছে। তবে এসব বিষয়ে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো সুস্পষ্ট অবস্থান দেখা যায়নি বলে সমালোচকদের মন্তব্য।
বিশেষজ্ঞদের মতে, গণঅভ্যুত্থানের আদর্শকে সমুন্নত রাখতে হলে সরকারকে যেকোনো মূল্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।