জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্র্যান্ড ওপেনিং বিএম কনফারেন্স অনুষ্ঠিত

পুঁজিবাজার প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের বীমা খাতে আরও গতিশীলতা আনতে আয়োজন করেছে “গ্র্যান্ড ওপেনিং ব্রাঞ্চ ম্যানেজার কনফারেন্স ২০২৪”। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী আয়োজিত এ কনফারেন্সে অংশগ্রহণ করেন সারাদেশের ২০০-এর অধিক ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভ কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ।
বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, যিনি একইসঙ্গে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
কনফারেন্সে সভাপতিত্ব করেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের পেশাগত উন্নয়ন, বিক্রয় দক্ষতা এবং বীমা খাতে উদ্ভাবনী কৌশল নিয়ে আলোচনা হয়। একইসাথে বিভিন্ন ক্যাটাগরিতে ব্যবসায়িক সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের পুরস্কৃত করে উৎসাহিত করা হয়।
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এই আয়োজনকে দেশের বীমা শিল্পে একটি ইতিবাচক ধাপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কনফারেন্স আয়োজন অব্যাহত থাকবে।