চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় চালবোঝাই জাহাজ ‘এমভি ফ্রসো কে’

চাল আমদানির অংশ হিসেবে ভারত থেকে ৩৬ হাজার ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমভি ফ্রসো কে’ নামের একটি বড় কার্গো জাহাজ। শনিবার (১২ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় চুক্তিবদ্ধ (প্যাকেজ-৭) এই চাল আমদানি করা হয়েছে। আমদানিকৃত চালের নমুনা পরীক্ষার প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই চাল খালাস শুরু হবে। এর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানানো হয়।
সরকারি পরিকল্পনার অংশ হিসেবে ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত রয়েছে। এর মধ্যে নয়টি পৃথক প্যাকেজের অধীনে ৪ লাখ ৫০ হাজার টনের চাল আমদানির চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজার ৬১৯ মেট্রিক টন চাল বাংলাদেশে এসে পৌঁছেছে।
সরকারি সূত্র জানিয়েছে, চাল আমদানির এ উদ্যোগ দেশে খাদ্য মজুতকে স্থিতিশীল রাখার পাশাপাশি বাজারে চালের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।