সাফকো স্পিনিংয়ের কারখানা বন্ধের মেয়াদ বাড়ছে

পুঁজিবাজারে বস্ত্র খতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ লোকসান কমানোর জন্য সাময়িকভাবে কারখানা বন্ধ রেখেছে। কোম্পানিটির কারখানা বন্ধের মেয়াদ আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি সাফকো স্পিনিংয়ের কারখানা পরিদর্শনে গিয়ে বন্ধ পায় ডিএসইর তদন্ত দল। যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
এর পর ১২ ফেব্রুয়ারি সাফকো স্পিনিং কর্তৃপক্ষ জানায়, তারা কোম্পানির লোকসান কমানোর জন্য গত ১ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ করে দিয়েছে। যা দুই মাস বন্ধ থাকবে। পরে পরিস্থিতির উন্নতি হলে, পূণরায় উৎপাদন শুরু করা হবে।
তবে ওই মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু হয়নি সাফকো স্পিনিংয়ের। এরইমধ্যে আরো ২ মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সাফকো স্পিনিং মিলসের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ১১৬ শতাংশ পতন হয়েছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৯) টাকা। এর আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিলো ২.৯৯ টাকা। এতে করে ব্যবসায় শেয়ারপ্রতি পতন হয়েছে ৬.০৮ টাকা বা ২০৩ শতাংশ।