হার্ট অ্যাটাকের ধাক্কা সামলে মাঠে ফিরলেন তামিম, হাজির শেরে বাংলায়

সব কিছু ঠিক থাকলে আজ ব্যাট হাতে মাঠে থাকতেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু গত ২৪ মার্চ শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপিতে ম্যাচের দিন সকালে ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা। হঠাৎই তামিমের হৃদযন্ত্রে ধাক্কা—ম্যাসিভ হার্ট অ্যাটাক। জরুরি ভিত্তিতে নেওয়া হয় সাভারের কেপিজে হাসপাতালে। এনজিওগ্রাম করে ধরা পড়ে হৃদপিণ্ডে রয়েছে ব্লক। দ্রুত সময়েই বসানো হয় রিং।
এরপর স্থানান্তর করা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। হাসপাতালের বিছানা থেকেই কাটাতে হয় বেশ কিছুদিন। এরপর বাসায় ঈদের ছুটি কাটিয়ে চিকিৎসার জন্য পাড়ি জমান সিঙ্গাপুরে। ফ্যারার পার্ক হাসপাতালের কার্ডিওলজিস্ট ড. মরিস চুর তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করেন তিনি। অবশেষে চিকিৎসা শেষে ফিরে এসেছেন বাংলাদেশে।
২৪ ঘণ্টা না যেতেই হাজির শেরে বাংলা স্টেডিয়ামে
দেশে ফিরেই থেমে থাকেননি দেশের অন্যতম সেরা ওপেনার। মাত্র এক দিনের মাথায়, আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছান তামিম ইকবাল। মাঠে তখন মোহামেডান ফিল্ডিংয়ে। হোম অব ক্রিকেটের মূল গেট দিয়ে ঢুকে সরাসরি চলে যান দলের ড্রেসিংরুমে।
সেখানে কোচিং স্টাফ, সাপোর্ট টিম ও রিজার্ভ খেলোয়াড়দের সঙ্গে কিছুটা সময় কাটান। পরে উঠে যান গ্র্যান্ডস্ট্যান্ডে। সেখানে বিসিবি ও মোহামেডানের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশের ক্রিকেটের এই অভিজ্ঞ সৈনিক।
ফিরেছেন সুস্থ শরীরে, ফিরছেন মনোবলে
সিঙ্গাপুর থেকে ফিরে আগের চেয়ে অনেকটাই সুস্থ তামিম ইকবালের এই মাঠে আগমন নতুন করে অনুপ্রেরণা জোগাবে দলকে— এমনটাই প্রত্যাশা ভক্ত-অনুরাগীদের। আপাতত খেলায় না নামলেও মাঠের পাশে দাঁড়িয়ে দলকে মনোবল দিতে চান মোহামেডান অধিনায়ক।