সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’: জনতার ঢল, স্লোগানে মুখর ঢাকার রাজপথ

ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি জানাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক গণজমায়েত। আজ শনিবার (১২ এপ্রিল) বিকেল তিনটার কিছু পর এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে সকাল থেকেই ঢাকার নানা প্রান্ত থেকে হাজারো মানুষ মিছিলসহ যোগ দিতে শুরু করে ঐতিহাসিক এই উদ্যানে।
গণজমায়েতে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উপস্থিত জনতার কণ্ঠে একযোগে ধ্বনিত হচ্ছে—“ফ্রি ফ্রি প্যালেস্টাইন”, “ফিলিস্তিন জিন্দাবাদ”—এমন নানা স্লোগান। উদ্যানজুড়ে সৃষ্টি হয়েছে প্রতিবাদের এক দৃপ্ত আবহ।
নেতাদের উপস্থিতি ও সংহতি প্রকাশ
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ বিভিন্ন দলের নেতারা। পাশাপাশি ইসলামি চিন্তাবিদ, বক্তা এবং নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরাও একাত্মতা প্রকাশ করেছেন।
ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ খুলে ব্যাপক জনmobilization ঘটিয়েছে আয়োজক সংগঠনটি।
সকাল থেকেই ঢাকামুখী মানুষের ঢল
দিনের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করে। শাহবাগ, বাংলামোটর ও আশপাশের এলাকায় যানচলাচল অনেকটা বন্ধ হয়ে পড়ে। মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট ও শাহবাগ হয়ে খণ্ড খণ্ড মিছিল উদ্যানের দিকে অগ্রসর হয়।
তরুণদের অনেককে দেখা গেছে পিকআপ ভ্যানে করে স্লোগান দিতে দিতে কর্মসূচির দিকে যেতে। এমনকি তেজগাঁও ও খিলগাঁও এলাকার ট্রেনের ছাদেও গণজমায়েতে যোগ দিতে ছুটে আসা মানুষের দৃশ্য নজরে আসে।
স্লোগানে স্লোগানে প্রতিবাদ
সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর আগেই রাজধানীর বিভিন্ন মোড়ে, সড়কে এবং যানবাহনে ছড়িয়ে পড়ে একটাই সুর—”ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশ, গাজার মানুষের পাশে আমরা আছি।” উৎসবমুখর পরিবেশের মধ্যে ক্ষোভ, বেদনা আর প্রতিবাদের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে প্রতিটি অংশগ্রহণকারীর চোখে-মুখে।