সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ঢাকায় চার দিনের সম্মেলনে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, ‘সম্পূর্ণ কৃতিত্ব নয় সামিটের’: বিডা চেয়ারম্যান

দৈনিক পুঁজিবাজার ঢাকায় অনুষ্ঠিত চার দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)–এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সম্মেলনটি বিনিয়োগে সহায়ক হলেও এর পুরো কৃতিত্ব সামিটকে দেওয়া ঠিক হবে না। তিনি বলেন, “এটি চলমান আলোচনারই অংশ। কেউ চার দিনে এসে বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে ফেলে, ব্যাপারটা এমন নয়। তাই সামিটকে এককভাবে সফলতার প্রতীক হিসেবে দেখা ঠিক হবে না।”

চারদিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বিডা। সম্মেলনে ৩ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এলেও, এর সঙ্গে আগে থেকে চলা আলোচনার সম্পর্ক রয়েছে বলে জানান চেয়ারম্যান। সামিটে আসা বিনিয়োগকারীদের কারখানা পরিদর্শনে নিয়ে যাওয়া হয়েছে এবং সম্ভাব্য বিনিয়োগ স্থানগুলো ঘুরিয়ে দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু সাময়িক আলোচনায় সীমাবদ্ধ থাকা নয়, বরং বিনিয়োগের একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তোলা। আমরা চাই, সম্ভাব্য বিনিয়োগকারীদের ‘ম্যানু’ থেকে বাংলাদেশ যেন বাদ না পড়ে যায়।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিডা চেয়ারম্যান বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই সামিট ১০-এ ১০ নয়। তবে, এর অর্জনও কম নয়। সফলতা সবার, কিন্তু ব্যর্থতার দায় বিডা ও বেজার।” তিনি প্রত্যাশা করেন, ভবিষ্যতেও এমন সম্মেলন নিয়মিত আয়োজন করা হবে—বর্তমান সরকার হোক বা ভবিষ্যতের কোনো সরকার।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, উদ্বোধনী দিনে ৭৫০ জন প্রতিনিধি অংশ নেন, যাদের মধ্যে ৪১৫ জন বিদেশি। পুরো সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সাড়ে তিন হাজারেরও বেশি। সম্মেলনে বক্তা ও প্যানেলিস্ট ছিলেন মোট ১৩০ জন।

বিডা জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ বার্তা পাঠানো হবে এবং বিনিয়োগ নিয়ে ভবিষ্যত যোগাযোগ অব্যাহত রাখা হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার
মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১
ঠিকানা : ৯২, মতিঝিল নিউ স্টার কমিউনিকেশন (২য় তলা), মতিঝিল বা/এ ঢাকা- ১০০০

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১
ই-মেইল: dainikpujibazar@gmail.com