নতুন বছরে নতুন স্বপ্ন: ব্যস্ত সূচি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক:
হ্যাপি নিউ ইয়ার ২০২৫! নতুন বছরে বাংলাদেশের ক্রিকেটে শুরু হচ্ছে নতুন উদ্যম ও সম্ভাবনার অধ্যায়। ২০২৪ সালের সাফল্য ও ব্যর্থতা মিলিয়ে পেছনে ফেলে এবার বাংলাদেশ ক্রিকেট দলকে অপেক্ষা করছে চ্যালেঞ্জপূর্ণ এক বছর। আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সিরিজ মিলিয়ে ব্যস্ততম সময় পার করবে টাইগাররা।
২০২৫ সালের ক্রিকেট সূচি:
- টেস্ট: ৬টি
- ওয়ানডে: ১৮টি (আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি অন্তর্ভুক্ত)
- টি-টোয়েন্টি: ১৮টি (এশিয়া কাপ টি-টোয়েন্টি অন্তর্ভুক্ত)
- দ্বিপক্ষীয় সিরিজ: ৬টি (দেশে ৪টি, বিদেশে ২টি)
বাংলাদেশের আন্তর্জাতিক সূচি শুরু হবে ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে টাইগাররা গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে।
দ্বিপক্ষীয় সিরিজের চিত্র
- মার্চ-এপ্রিল: জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
- মে: পাকিস্তানে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
- জুন-জুলাই: শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
- অগাস্ট: ভারতের বিপক্ষে দেশে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
- সেপ্টেম্বর: ভারতে এশিয়া কাপ টি-টোয়েন্টি।
- অক্টোবর-নভেম্বর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
- বছরের শেষ: আয়ারল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।
পিছিয়ে পড়া টেস্ট পুনঃসূচনা
এছাড়া, আফগানিস্তানের বিপক্ষে স্থগিত থাকা ২টি টেস্ট ম্যাচ বছরের যেকোনো সময় আয়োজন করা হবে।
ভক্তদের প্রত্যাশা
২০২৫ সাল নিয়ে কোটি ভক্তের একটাই চাওয়া—পুরোনো ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন সূর্য হয়ে আলোকিত হোক দেশের ক্রিকেট। বিশ্বমঞ্চে টাইগারদের পারফরম্যান্স এনে দিক নতুন দিগন্ত।