পুঁজিবাজারে পাঁচ বিমা কোম্পানীর অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত ৬টি কোম্পানিটির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বিমা কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও ফনিক্স ইন্স্যুরেন্স।
রবিবার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।।
ঢাকা ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৭৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০২ টাকা বা ৩ শতাংশ। এদিকে ৬ মাস বা অর্ধবার্ষিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৫০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৭ টাকা বা ১৮ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬.৯৪ টাকায়।
ইউনাইটেড ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৪৮ টাকা বা ৬৬ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৬৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৫৬ টাকা বা ৫১ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৮৯ টাকায়।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৬ টাকা বা ৮৭ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৪৫ টাকা বা ৮৩ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১.৩৮ টাকায়।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১০ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০১ টাকা বা ১০ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.০২ টাকা বা ৪ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৫৮ টাকায়।
ফনিক্স ইন্স্যুরেন্স: চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.১৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৪ টাকা বা ৯৩ শতাংশ। এদিকে ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৬৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৬৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৫ টাকা বা ৮ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.১৩ টাকায়।