রাজধানীতে ইউরোপা হাউজিং লিমিটেডের নতুন প্রকল্প ইউরোপা রয়েল সিটির নিজস্ব কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : আজ রাজধানীর রামপুরায় ইউরোপা হাউজিং লিমিটেডের নতুন প্রকল্প ইউরোপা রয়েল সিটির নিজস্ব কার্যালয় ইউরোপা টাওয়ার ১০০০০ বর্গফুটের অফিস উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন , ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, ইউরোপা গ্রুপ।এছাড়া কোম্পানির অন্যান্য পরিচালক বৃন্দ ও শেয়ার হোল্ডার গন উপস্থিত ছিলেন।এক বক্তব্যে কোম্পানির ভাইস চেয়ারম্যান মোঃ মোতাহের হোসেন বলেন ঢাকা- মাওয়া হাইওয়ে সংলগ্ন নিমতলা বাজারের পূর্বে ইউরোপা রয়েল সিটি কেবল একটি প্রকল্প নয়, এটি একটি নতুন আবাসন ধারণার বাস্তবায়ন। আধুনিক পরিকল্পনা, সাশ্রয়ী প্লট এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের মাধ্যমে আমরা একটি আদর্শ নগরায়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি আমাদের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও দূরদর্শী পরিকল্পনা আমাদের অঙ্গীকারের প্রমাণ আমাদের এ প্রকল্পটি ধলেশ্বরী জোড়া ব্রিজ রেললাইন ওভার ক্রসিং সংলগ্ন নিমতলা বাসস্ট্যান্ড এবং রেল স্টেশন থেকে ৩০০ মিটার আগে অবস্থিত যা কমলাপুর রেলস্টেশন থেকে ১০ মিনিটে পৌঁছে যাবেন ইউরোপা রয়েল সিটিতে । এ প্রকল্পে আধুনিক সুবিধা সহ স্কুল -কলেজ,জগন্নাথ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, প্রাইভেট ইউনিভার্সিটি, খেলার মাঠ, আনসার ক্যাম্প, র্যাব ১০ এর হেডকোয়ার্টার , কনভেনশন সেন্টার, পৌরসভা অফিস, শপিং মল, শপ কর্নার, পার্ক, পুলিশ ফাঁড়ি, মসজিদ, বিভিন্ন সরকারি- বেসরকারি অফিস, নিজস্ব পানির পাম্প , ফায়ার স্টেশন, মাদ্রাসা, হাসপাতাল, ক্লাব সহ নাগরিক সকল সুযোগ সুবিধা থাকবে। উল্লেখ্য যে এ গ্রুপ অফ কোম্পানির আরো পাঁচটি প্রকল্প রয়েছে, কোম্পানিগুলো হলো -ইউরোপা হোমস লিমিটেড, ইউরোপা রয়েল সিটি, ইউরোপা হাউজিং লিমিটেড , ইউরোপা এলিভেটর লিমিটেড,ইউরোপা ডেভলপার লিমিটেড ।