নারায়ণগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোতালিব মিয়ার (৩৮) বিরুদ্ধে। রবিবার (৩ নভেম্বর) ভোর ৪টার দিকে মিজমিজি আলামিন নগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করেছে।
নিহতের নাম কাঞ্চন নাহার (৩৪)। তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার রামজীবন গ্রামের মৃত আবুল কালামের মেয়ে। আটক স্বামী মোতালিব মিয়া আদমজী ইপিজেডের ইউনেস্কো বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কাঞ্চন নাহারও লিন্টাস বিডি নামের আরেক পোশাক কারখানার স্যাম্পল বিভাগে কাজ করতেন।
কীভাবে ঘটল এই হত্যাকাণ্ড
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে কাঞ্চন নাহার ফোনে কথা বলছিলেন। এ সময় স্বামী মোতালিব তার স্ত্রীর কাছে জানতে চান তিনি কার সঙ্গে কথা বলছেন। কাঞ্চন ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ডায়াল লিস্ট মুছে ফেললে মোতালিবের সন্দেহ বাড়ে। এরপর তাদের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক-বিতর্ক চলে এবং গভীর রাতে তা হাতাহাতিতে রূপ নেয়। স্বামীর অন্ডকোষে আঘাত করেন কাঞ্চন, যার জেরে রাগের বশে মোতালিব গামছা পেঁচিয়ে স্ত্রীর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
সন্দেহ থেকে পুলিশের অভিযান
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নিবির জানান, হত্যার পর মোতালিব ভোরে কাঞ্চনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চেয়েছিলেন। এ সময় বাড়ির মালিকের সন্দেহ হয় এবং তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঞ্চনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল-মামুন জানান, স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মোতালিবকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।