বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন | ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ |১৩ই সফর, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
মামলার জট কমাতে আইনজীবীদের সহায়তায় মাঠে জাইকা ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ১০% ঘোষণা পুঁজিবাজারে পাঁচ বিমা কোম্পানীর অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ পুঁজিবাজারে সরকারি ও বিদেশি মালিকানাধীন কোম্পানির তালিকাভুক্তির বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক ব্যাংক এশিয়ার পরিচালকের শেয়ার হস্তান্তর আইডিএলসি ফাইন্যান্সের অর্ধবার্ষিকে মুনাফা বেড়েছে ৪৪.৭৭ শতাংশ রাজধানীতে ইউরোপা হাউজিং লিমিটেডের নতুন প্রকল্প  ইউরোপা রয়েল সিটির  নিজস্ব কার্যালয় উদ্বোধন আইএলএফএসএল-এর ক্রেডিট রেটিং প্রকাশ, দীর্ঘ মেয়াদে অবস্থান ‘বিবিবি-‘ বেসিক ব্যাংকের ‘উদ্ভাবন প্রদর্শন ও পুরস্কার প্রদান’ অনুষ্ঠিত ২১ কোম্পানির বোর্ড সভা কাল, আসছে ইপিএস ও ডিভিডেন্ড ঘোষণা

সর্বশেষ আপডেট:

প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

ফরিদপুরের ভাঙ্গায় লায়ন্স ক্লাব ইন্টান্যাশনালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় সৎসঙ্গ সামাজিক সোসাইটির উদ্যোগে লায়ন্স ক্লাব ইন্টান্যাশনালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
বিভিন্ন এলাকা থেকে প্রায় ২ সহস্রাধিক চক্ষু রোগীর ছানিপড়া সহ বিভিন্ন চক্ষু সেবা প্রদান করা হয়।

সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির সভাপতি মিজানুর রহমান বুলুর পৃষ্ঠপোষকতা ও আর্থিক সহযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের চেয়ারপারসন ফারহানা বক্স,
ক্লাবের কর্মকর্তা সামসুল আলম, বিল্লাল হোসাইন, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মোখলেসুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান মিয়া, সৎসঙ্গ সামাজিক সোসাইটির সহ সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র নির্বাহী পরিচালক মর্তুজা খান, নজরুল ইসলাম, বাকীউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ নুরু মিয়া, মোঃ বাবলু মিয়া, ইমদাদুল হক , আফজাল হোসেন খান, মাহাবুব, জামাল হোসেন, ইমরান হোসেন, নাসির হোসেন , মোঃ শহিদুল ইসলাম, মোঃ শাহ আলম প্রমুখ।

বক্তব্য সৎসংঘ সামাজিক সোসাইটির সভাপতি মিজানুর রহমান বুলু বলেন, চক্ষু সেবা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং চিকিৎসা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বদ্ধ পরিকর। মানবিক এই উদ্যোগের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে দুই হাজার রোগীকে চোখের যাবতীয় পরীক্ষা, চশমা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ পত্র দেওয়া হয়েছে। এছাড়া অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক চক্ষু রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করেন। আমরা প্রতিবছরই শিমুল বাজার তথা আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবনে এই চক্ষু সেবা প্রদান করে থাকি।

চক্ষু সেবা অনুষ্ঠানে, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের চেয়ারপারসন ফারহানা বক্স বলেন, সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটির এই ক্যাম্পেইনটি চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করেছে। বিনামূল্যে প্রায় দুই হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
যে সকল চক্ষু রোগীদের চোখের অপারেশন করার প্রয়োজন হবে তাদেরকে লায়ন্স চক্ষু হাসপাতাল আগারগাও ঢাকায় সম্পূর্ন বিনা খরচে চোখের অপারেশন করা হবে । অদূর ভবিষ্যতেও এই সেবা আরও বিস্তৃত করার লক্ষ্যে, সৎসঙ্ঘ সামাজিক উন্নয়ন সোসাইটি স্থানীয় প্রশাসন ও অন্যান্য ব্যক্তি বর্গের সহযোগিতায় কাজ করতে পরিকল্পনাধীন। চক্ষু রোগী প্রতিরোধ ও চিকিৎসায় মানুষ সচেতন হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সেবা গ্রহণ করতে পারে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার

মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১

উপদেষ্টা: আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

ঠিকানা : ১০৯, কর্ণফুলী গার্ডেন সিটি, কাকরাইল, ঢাকা- ১০০০।

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১

ই-মেইল: dainikpujibazar@gmail.com

google.com, pub-1579532791932600, DIRECT, f08c47fec0942fa0