ট্রিক্স ও টিপস ট্রেনিং অনুষ্ঠিত হয় অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ

দৈনিক পুঁজিবাজার: উদ্যোক্তাদের ব্যাবসা বৃদ্ধির জন্য ই-কমার্স ও ডিজিটাল বিজনেসের ট্রিক্স ও টিপস ট্রেনিং সেশন এর আয়োজন করেছিল অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশ। গত ১৭ ই আগস্ট ধানমন্ডির ক্লাবের হলরুমে উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই ট্রেনিং কর্মশালা। ক্লাবের গভর্নিং কমিটির চেয়ার ও মেডিস্টোর এর সিইও কামরুল হাসান বলেন আমাদের ক্লাবের উদ্যোক্তাদের জন্য সব সময় আমরা নলেজ বেইজড ট্রেনিং দেওয়ার চেষ্টা করি এবং এই ধরনের একটি ট্রেনিং করতে উদ্যোক্তাদের যাতে অতিরিক্ত খরচ না হয় সেজন্য এই ধরনের ট্রেনিং বেশিরভাগই আমরা ফ্রি আয়োজন করে থাকি। এখানে শুধুমাত্র ক্লাবের নিবন্ধিত সদস্যরা অংশগ্রহণ করতে পারে।
ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল বলেন, এখন আর এনালগ বিজনেস বলে কিছু নেই। সবকিছুই ডিজিটাল। তাই ডিজিটাল বিজনেসে ভালো করতে হলে কিছু ট্রিক্স এবং টিপস জানা দরকার, আর সেটা থেকে আমাদের এই উদ্যোগ। প্রায় তিন ঘণ্টার সেশনে উপস্থিত উদ্যোক্তাদের তাদের উদ্যোগের জন্য কি কি ধরনের ডিজিটাল ট্রিকস ও টিপস জানা থাকা দরকার সেগুলো নিয়ে হাতে কলমে উদাহরণসহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন জনপ্রিয় ডিজিটাল মার্কেটর এবং আইএমবিডি এর সিইও এবং ক্লাবের ফাউন্ডার মেম্বার জনাব শামীম আহমেদ। তিনি প্রায় ১৩ বছর ধরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল সার্ভিস দিয়ে আসছেন। আর তার অভিজ্ঞতা থেকে তিনি বিভিন্ন গ্রাহকের ডিজিটাল সেবা ও সমস্যার ধরন নিয়ে আলোচনা করেন উদ্যোক্তাদের মাঝে। উপস্থিত সকল উদ্যোক্তাদের কিছু ট্রিক্স টিপস জানিয়ে দেন যাতে তারা সহজেই কোন এজেন্সির সহায়তা ছাড়াই প্রাইমারি লেভেলের থেকেও বেশি কিছু ডিজিটাল সার্ভিস নিজেই ব্যবহার করতে পারেন।
ট্রেনিং মডারেটর ও কর্পোরেট অ্যাফেয়ার্স এর ডিরেক্টর এবং ক্রাফটিমেশান সিইও ফারজানা ইসলাম মৌরি বলেন, আমরা সব সময় সময়োপযোগী এবং ইন্ডাস্ট্রি বেইসড ট্রেনিং আমাদের ক্লাবের নিবন্ধিত সদস্যদের জন্য আয়োজন করার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ক্লাবের সকল অফলাইন ও অনলাইন পণ্য ও সার্ভিস সেবাদানকারী উদ্যোক্তারা যাতে ডিজিটাল বিজনেস এর ট্রিক্স ও টিপস জানতে পারে সেজন্য আজকের এই ট্রেনিং সেশন। যারা অফলাইন বিজনেস করেন তাদের ডিজিটাল সম্পৃক্ততা কেন লাগবে সেটিও এই সেশানের মাধ্যমে ট্রেইনার তুলে ধরেন। ক্লাবের ফাউন্ডার ও নেক্সক্রাফট এর সিইও মোহাম্মদ শাহরিয়ার খান বলেন ডিজিটাল প্রোমোশন বা ডিজিটাল সার্ভিস মানেই আমরা অনেকেই এখনো ফেসবুকেই বুঝি। অথচ অনেকগুলো সোশ্যাল প্লাটফর্ম কে আমরা আমাদের কাস্টমার হিসাবে টার্গেট করিনা। সেই চিন্তাটা আমাদের উদ্যোক্তাদের মাঝে কিভাবে আনা যায় এবং তার মাধ্যমে একজন উদ্যোক্তা কিভাবে তার সেলস ও ব্র্যান্ডিংটাকে আরেকটু বেশি করতে পারে সেই আয়োজন করার চেস্টা আজকে ছিল।

জনপ্রিয় ডিজিটাল মার্কেটর এবং আইএমবিডি এর সিইও এবং ক্লাবের ফাউন্ডার মেম্বার জনাব শামীম আহমেদ এর নিকট থেকে সাটিফিকেট গ্রহণ করেন ই- ক্লাবের সাধারন সদস্য লায়ন জি এম হাফিজুর রহমান।
ক্লাবের ফাউন্ডার মেম্বারগন, নিবন্ধিত সদস্যগন ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলায়মান আহমেদ জিসান, মেম্বার সার্ভিস সম্পাদক চয়ন সাহা, জনসংযোগ সম্পাদক রাবেয়া খাতুন লাকি এবং ক্লাব কো-অর্ডিনেটর আফসানা হাওলাদার নদী, ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ও নুসরাত রুবাইয়া প্রমুখ।