১৫ কোম্পানির বোর্ড সভার সময়সূচি ঘোষণা, প্রকাশ পাবে প্রান্তিক আর্থিক প্রতিবেদন

পুঁজিবাজার প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫টি প্রতিষ্ঠান তাদের পরিচালনা পর্ষদের বোর্ড সভার সময়সূচি প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এসব সভায় কোম্পানিগুলো ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারপ্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে।
বোর্ড সভার তারিখ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো হলো:
- ২৯ জুলাই (সোমবার):
- রিপাবলিক ইন্স্যুরেন্স – বিকাল ৩টা
- গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড – বিকাল ৩টা ১০ মিনিট
- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড – বিকাল ৩টা
- পিপলস লিজিং – বিকাল ৪টা ৩০ মিনিট
- ৩০ জুলাই (মঙ্গলবার):
- আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক – দুপুর ২টা ৩০ মিনিট
- ইসলামী ইন্স্যুরেন্স – বিকাল ২টা ৪৫ মিনিট
- অগ্রণী ইন্স্যুরেন্স – বিকাল ৩টা
- এনআরবি ব্যাংক – বিকাল ৩টা
- বাটা সু – বিকাল ৩টা ৩০ মিনিট
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স – বিকাল ৩টা ৩০ মিনিট
- এক্সিম ব্যাংক – বিকাল ৩টা ৩০ মিনিট
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্স – বিকাল ৪টা
- ৩১ জুলাই (বুধবার):
- ট্রাস্ট ব্যাংক – দুপুর ২টা ৩০ মিনিট
- ইউনাইটেড ইন্স্যুরেন্স – বিকাল ৩টা
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স – বিকাল ৩টা ৩০ মিনিট
উল্লেখ্য, এসব প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ব্যালান্স ফান্ড তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে, বাকি কোম্পানিগুলো দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করবে।
এ সকল সভায় কোম্পানিগুলোর আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে, যা বিনিয়োগকারীদের দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।