উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আয়মানের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আয়মান নামে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আয়মানের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে ঝলসে যাওয়া অবস্থায় তাকে ভর্তি করা হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে সে মারা যায়।
এর আগের দিন বৃহস্পতিবার দুর্ঘটনায় আহত আরও দুই কিশোর—মাহিয়া তাসনিম (১৫) ও মাহতাব রহমান (১৫)—চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।
সূত্রে জানা যায়, সোমবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪১ জন, ঢাকা সিএমএইচে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া, মৃত্যুবরণকারী ৩২ জনের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৪ জন, ঢাকা সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন রয়েছেন।
দুর্ঘটনাটি সারা দেশে শোকের ছায়া নামিয়েছে। আহতদের চিকিৎসা ও মৃতদের পরিবারকে সহায়তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলো কাজ করছে বলে জানানো হয়েছে।