সরকারি দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির উদ্যোগ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সরকারি বিভিন্ন দপ্তরে শিক্ষার্থীদের জন্য পার্টটাইম চাকরির সুযোগ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (৩০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “আমরা চাই শিক্ষার্থীদের সরকারি অফিসে পার্টটাইম ভিত্তিতে নিয়োগ দিতে। কারণ অনেক দপ্তরে এমন কিছু পদ থাকে, যেখানে পূর্ণকালীন জনবল না হলেও কার্যক্রম সচল রাখা সম্ভব।”
তিনি আরও উল্লেখ করেন, “এভাবে পার্টটাইম নিয়োগ দেওয়া হলে একদিকে সরকারের খরচ কমবে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী আয় এবং বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি হবে।”
উপদেষ্টার এমন প্রস্তাব শিক্ষার্থীদের মাঝে স্বস্তি এবং আগ্রহের সৃষ্টি করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। অনেকে এটিকে যুগোপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন।