কীর্তনখোলা-১০ লঞ্চে যাত্রী অসুস্থ, কর্তৃপক্ষের মানবিক ভূমিকা প্রশংসিত

পুঁজিবাজার প্রতিবেদক: বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কীর্তনখোলা-১০ লঞ্চে এক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার বিষয়টি সঙ্গে থাকা স্বজনরা তাৎক্ষণিকভাবে লঞ্চ কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং লঞ্চটি চরমোনাই ঘাটে নোঙর করেন।
পরবর্তীতে অসুস্থ যাত্রীকে তার স্বজনদের সঙ্গে নিরাপদে ঘাটে নামিয়ে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সময়োপযোগী এই মানবিক উদ্যোগের জন্য কীর্তনখোলা-১০ লঞ্চ কর্তৃপক্ষের প্রশংসা করেছেন লঞ্চে থাকা অন্যান্য যাত্রীরা।