সৌদি আরবে বাংলাদেশি হাফেজ ইলিয়াছের ওপর হামলা, প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল লুট

নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদ প্রদেশের বাতা শহর থেকে দেশে ফেরার পথে হামলার শিকার হয়েছেন হাফেজ মো. ইলিয়াছ। রাত্রি ২টার দিকে সংঘটিত এই ঘটনায় বাংলাদেশি কয়েকজনের সহযোগিতায় কিছু সৌদি নাগরিক তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। লুট হওয়া মালামালের মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলে জানা গেছে।
এই ঘটনার পর ভুক্তভোগী হাফেজ মো. ইলিয়াছ সৌদি আরবের বাতা শহরের সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য যে, মো: ইলিয়াছের গ্রামের বাড়ি বাংলাদেশের ফেনী জেলা পরশুরাম থানা চারিগ্রাম (শেখ আহাম্মদের বাড়ী।
হাফেজ ইলিয়াছ বর্তমানে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত অবস্থায় রয়েছেন এবং তার নিরাপত্তা ও বিচার চেয়ে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।