নাগরিক সেবা উদ্যোগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু, অংশ নিচ্ছেন ৬৫ জন উদ্যোক্তা

দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘নাগরিক সেবা বাংলাদেশ’ প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের জন্য চার দিনব্যাপী একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে ঢাকা জেলার নির্বাচিত ৬৫ জন উদ্যোক্তাকে নিয়ে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি জানান, নাগরিক সেবা প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করতে ওয়েবসাইটে নাগরিক এবং এজেন্টদের তথ্য সংরক্ষণের জন্য উন্নত সিকিউরিটি ব্যবস্থাপনা সংযোজন করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সেবার সাথে সমন্বয়ের লক্ষ্যে প্রয়োজনীয় API ডেভেলপ ও সরবরাহ কার্যক্রমও শুরু হয়েছে।
বিশেষ সহকারী আরও বলেন, “নাগরিক সেবার মোবাইল অ্যাপের উন্নয়নে ডেভেলপার টিমের সঙ্গে একাধিক পর্যালোচনা সভা হয়েছে। অ্যাপের কাঠামো ও উদ্দেশ্য ব্যাখ্যা করার পর ডেভেলপমেন্ট কার্যক্রম এখন পুরোদমে চলছে।” উদ্যোক্তাদের প্রোফাইল আপডেটের জন্য প্রয়োজনীয় নতুন ফিচারও সংযোজন প্রক্রিয়াধীন।
চারদিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৬৫ জনের মধ্যে ২২ জন নারী। প্রশিক্ষণ মডিউলের মধ্যে রয়েছে ১২টি হাতে-কলমে (হ্যান্ডস-অন) সেশন এবং একদিনের ফিল্ড ভিজিট। প্রশিক্ষণে অভিজ্ঞ এক্সটার্নাল ট্রেইনার রয়েছেন ১৪ জন। কোর্স শেষে অংশগ্রহণকারীদের জ্ঞান মূল্যায়নে একটি লিখিত পরীক্ষাও নেওয়া হবে এবং সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে তুলে দেওয়া হবে সনদপত্র।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদুল আজহার আগেই দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।