মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি—অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসির বখতিয়ার আহমেদকে লায়ন্স ক্লাবের সম্মাননা স্মারক প্রদান

মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান সৈয়দ আবু নাসির বখতিয়ার আহমেদকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।
এই বিশেষ সম্মাননা স্মারকটি তাঁর হাতে তুলে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর মাননীয় প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একাধারে বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM)-এর সক্রিয় সদস্য। পাশাপাশি, তিনি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজন সৈয়দ আবু নাসির বখতিয়ার আহমেদের মানবিক গুণাবলি, নৈতিক নেতৃত্ব ও আর্থিক খাতে তাঁর অব্যাহত অবদানের প্রশংসা করেন। এই সম্মাননা তাঁর মানবসেবামূলক কর্মপ্রচেষ্টাকে আরো উৎসাহিত করবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।