জনস্বাস্থ্য উন্নয়নে অবদানের স্বীকৃতি: স্বাস্থ্য সচিবকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সম্মাননা

স্টাফ রিপোর্টার: জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ সাইদুর রহমান-কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন।
এই বিশেষ সম্মাননা স্মারকটি প্রদান করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর মাননীয় প্রেসিডেন্ট ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। তিনি একাধারে বাংলা একাডেমির আজীবন সদস্য, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ এবং বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM); পাশাপাশি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতির দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় গুণগত মান নিশ্চিতকরণ, নীতিনির্ধারণী পর্যায়ে বলিষ্ঠ নেতৃত্ব এবং দেশের সর্বস্তরের জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে সচিব মোঃ সাইদুর রহমানের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এই সম্মাননার মাধ্যমে একজন দক্ষ প্রশাসক ও জনসেবকের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছে।