লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের নতুন কমিটির প্রথম সভা-২০২৫-২৬ অনুষ্ঠিত

পুঁজিবাজার প্রতিবেদক: গত ১০ জুলাই, ২০২৫ বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর ২০২৫-২৬ বর্ষের “নিউ কমিটি ফাস্ট মিটিং” গতকাল রাজধানীর দিলকুশায় এক সুশৃঙ্খল, উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা করেন ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব জনাব ওবায়দুর রহমান যিনি ক্লাব সার্ভিস চেয়ারপার্সনের পদে নির্বাচিত হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর মেম্বার (এস্টেট) লায়ন ড. আলম মোস্তফা ক্লাব মার্কেটিং চেয়ারপার্সনের পদে নির্বাচিত হয়েছেন। তাদের উপস্থিতি ক্লাব সদস্যদের জন্য ছিল গর্বের ও অনুপ্রেরণার; আনন্দঘন পরিবেশে তারা অনুষ্ঠানটিকে করে তুলেন স্মরণীয় এক অধ্যায়।
ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল কবির পাশা এমজেএফ, ক্লাব অ্যাডভাইজার লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন রাহাত মুসলেমিন, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সৈয়দ মোহাম্মদ নুরুল বাসির, ক্লাব ডিরেক্টর লায়ন মো: আমিনুল ইসলাম এবং এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন খান আরিজুল ইসলাম ইস্তিক।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক লায়ন কাজী নুরুল আলম, লায়ন ফরহাদ আকন্দ, লায়ন মোঃ মুনির হোসেন, লায়ন সোয়েব মজুমদার, লায়ন মুজিবুর রহমান, লায়ন আমির হোসেন লিটন, লায়ন শেখ শরিফ উদ্দিন মিঠু, লায়ন মো: দেলোয়ার হোসেন ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির সাবেক প্রেসিডেন্ট মো: আবু সাইদ।
সভায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন খান আকতারুজ্জামান বলেন,
“২০২৫-২৬ বর্ষের নতুন কমিটির মাধ্যমে আমরা আরও সংগঠিতভাবে মানবসেবার কার্যক্রম পরিচালনা করবো। ইনশাআল্লাহ, ক্লাবের প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে বাস্তব পরিবর্তন আনতে সক্ষম হবো।”
সেক্রেটারি লায়ন রিপন তরফদার নিয়াম বলেন,
“এই ক্লাব আমাদের সকলের। আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ফলপ্রসূ কাঠামো গড়ে তুলতে কাজ শুরু করেছি। সদস্যদের সহযোগিতায় ক্লাবের গৌরবময় ভবিষ্যৎ আমরা নিশ্চিত করবো।”
বক্তব্য দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব জনাব ওবায়দুর রহমান।। ছবি: বাংলার নিউজ ৭১
ক্লাব সার্ভিস চেয়ারপারসন জনাব ওবায়দুর রহমান বলেন,
“সেবাই আমাদের মূলমন্ত্র। শুধু আনুষ্ঠানিকতা নয়, এই ক্লাবের মাধ্যমে আমরা মানুষের জীবনে স্পষ্ট ও টেকসই পরিবর্তন আনতে চাই।”
ক্লাব মার্কেটিং চেয়ারপারসন লায়ন ড. আলম মোস্তফা বলেন,
“একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন তার নেতৃত্বের পাশাপাশি প্রতিটি সদস্য একাত্ম হয়ে এগিয়ে যায়। লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সে পথেই এগোচ্ছে।”

অনুষ্ঠানের একপর্যায়ে ক্লাবের প্রতি অবদান রাখায় সদস্যদের হাতে ক্রেস্ট ও লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
সভা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা, সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর রোডম্যাপ, সেবা প্রকল্প এবং ক্লাবের সার্বিক অগ্রগতির বিষয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।
এই সভা নতুন কমিটির জন্য ছিল এক সফল সূচনা—যা আগামী দিনগুলোর গতি ও দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।