বাংলাদেশ ব্যাংকের নতুন নজরদারি কাঠামো, আসছে ‘রিস্ক বেইজড সুপারভিশন’

পুঁজিবাজার প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংক খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ঝুঁকিহ্রাসক পরিবেশে আনতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং খাতের কার্যকর তত্ত্বাবধান নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ‘রিস্ক বেইজড সুপারভিশন’ (আরবিএস) পদ্ধতি চালু করছে, যা আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সব তফসিলি ব্যাংকে কার্যকর হবে।
সোমবার (৭ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, “ঝুঁকি বিবেচনায় ব্যাংক পর্যবেক্ষণের নতুন এই কাঠামো ব্যাংকিং খাতের তদারকিকে আরও যুগোপযোগী করবে।”
তিনি জানান, আরবিএস বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ২০টি ব্যাংকের ওপর পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে বাকি ব্যাংকগুলোকেও এই কাঠামোর আওতায় আনা হবে আগামী ছয় মাসের মধ্যে।
গভর্নর বলেন, আরবিএস পদ্ধতিতে ৫টি মূল বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে:
১. আরবিএস ফ্রেমওয়ার্ক চালু করা
২. বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোর পুনর্গঠন
৩. ঊর্ধ্বতন ব্যবস্থাপকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি
৪. তথ্যভিত্তিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে রেশনালাইজড ইনপুট টেমপ্লেট (আরআইটি) বাস্তবায়ন
৫. ঝুঁকি মূল্যায়ন, পরিকল্পনা ও চক্রাকারে তদারকি কার্যক্রম
আরবিএস কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, এই উদ্যোগ দেশের আর্থিক খাতকে আরও সুসংহত ও স্থিতিশীল করবে এবং দীর্ঘ মেয়াদে একটি টেকসই অর্থনীতির ভিত্তি তৈরি করবে।