লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশ-এর ২৯তম বার্ষিক কনভেনশন সফলভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার: গত ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) অডিটোরিয়াম আগারগাঁয়ে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশ-এর ২৯তম বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশন ২০২৫। দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণ করেন ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও ডেলিগেটগণ।
এই কনভেনশনের মধ্য দিয়ে ২০২৫-২০২৬ সালের নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লায়ন শাহ আবু রুশদ আল মুনির। এছাড়াও নির্বাচিত হন –
- প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর: ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস হাসান বাণী এমজেএফ
- দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর: মোহাম্মদ জাহাঙ্গীর আলম
- ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি: আমজাদ হোসেন রনি
- ডিস্ট্রিক্ট ক্যাবিনেট ট্রেজারার: মাহমুদ জয়
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ফারহানাজ সুদা।
নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন –
- মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ কাউন্সিল চেয়ারপারসন (২০২৪-২০২৫) লায়ন ফারহানা বক্স
- নবনির্বাচিত মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ কাউন্সিল চেয়ারপারসন (২০২৫-২০২৬) ইঞ্জিনিয়ার মোঃ সেলিম মিয়া

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক বিএলএফ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ কাউন্সিল চেয়ারপারসন আলহাজ্ব মোঃ আব্দুল হক, সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ডা. সিরাজুল হক বাবু (৩১৫ বি ৩), সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর কেএম আখতারুজ্জামান (৩১৫ বি ৩), নবনির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর মোঃ শাহাদাত হোসেন (৩১৫ বি ২), সাবেক মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ কাউন্সিল চেয়ারপারসন কামরুল ইসলাম ও লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
এই জেলার সাবেক গভর্নর, ক্যাবিনেট সদস্য ও ডেলিগেট সদস্যদের উপস্থিতিতে স্বচ্ছ ভোটের মাধ্যমে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়