প্রোটেক্টিভ ইসলামী লাইফের বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের রায়পুরা অফিসে সম্প্রতি একটি বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন) জনাব আব্দুল মান্নান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন) জনাবা হেলেনা বেগম। সভায় সভাপতিত্ব করেন এনইভিপি (উন্নয়ন) জনাবা নাজমা সুলতানা।
সভায় বক্তারা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।