সৌদির মরুভূমিতে ভাইরাল ‘সান্ডা লিজার্ড’, প্রবাসীদের মাঝে আলোচনার ঝড়

অন্য জগৎ ডেস্ক: সৌদি আরবের মরুভূমিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রতি এক অদ্ভুত প্রাণী ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। টিকটিকির মতো দেখতে লেজওয়ালা একটি প্রাণী, যার আরেক নাম ‘সান্ডা’, ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও হাস্যরসের ঝড়। প্রবাসী আবদুল মান্নানের একটি রিলস ভিডিওতে দেখা যায়, একটি সান্ডা ফোঁসফোঁস করছে। ভিডিওতে মান্নান বলেন, “ও ভাইরে ভাই… সাপের মতো ফঁস ফঁস করে, দেখেন, ওয়াও, অসাধারণ!” তার কথার সঙ্গে সঙ্গেই সান্ডাটিও ফোঁস করে ওঠে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।
ভাইরাল হওয়ার পর সৌদির বিভিন্ন এলাকায় কর্মরত অনেক প্রবাসী বাংলাদেশি সান্ডা ধরার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। কেউ কেউ মজা করে লিখছেন, “ভিসা রিনিউ করতে হলে সান্ডা লাগবে”, “সান্ডা শিকার করতে না পারলে চাকরি থাকবে না।”
জানা গেছে, আরবের অনেক ধনাঢ্য ব্যক্তি এই প্রাণী খেতে পছন্দ করেন। তাদের বাসাবাড়িতে কাজ করা কর্মচারীরাই মাঝে মাঝে মরুভূমি থেকে সান্ডা ধরে আনেন।
সান্ডা সম্পর্কে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি এক প্রকার টিকটিকি হলেও শরীর বেশ মাংসল এবং লম্বা লেজওয়ালা। লেজের মাধ্যমে এরা নিজেকে রক্ষা করে। সাধারণ টিকটিকির মতো না হয়ে এরা ঘাস, শুকনো পাতা, লতা ইত্যাদি খেয়ে বাঁচে। মরুভূমির কঠিন পরিবেশে সহজেই টিকে থাকতে পারে তারা। বাংলাদেশেও মাঝেমধ্যে এই প্রাণীর দেখা মেলে, যদিও অনেকে ভুল করে একে গুঁইসাপ মনে করেন।
সাম্প্রতিক সময়ে সান্ডা লিজার্ডের তেল নিয়ে অনেকে নানা দাবি করছেন। কেউ বলছেন, এর ওষুধি গুণ রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
সামাজিক মাধ্যমে সান্ডাকে ঘিরে প্রবাসীদের হাস্যরস ও মজাদার প্রতিক্রিয়ায় বোঝা যাচ্ছে, প্রাণীটি কেবল আশ্চর্যের বস্তুই নয়, বর্তমানে বিনোদনের মাধ্যমেও পরিণত হয়েছে।