বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস: দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগেই আগামী কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
রবিবার (১৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টা তথা সোমবার (১৯ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।
মঙ্গলবার (২০ মে) থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতেও একই ধরনের বৃষ্টিপাতের ধারা বজায় থাকতে পারে। এমনকি বুধবার (২১ মে) ও বৃহস্পতিবার (২২ মে) সকাল পর্যন্ত প্রায় একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।
বান্দরবানসহ খুলনা অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে, তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতিতে তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
এ পরিস্থিতিতে জনসাধারণকে ঝড় ও বজ্রপাতের সময় সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।