কবিতা-বরফের সমুদ্রে,প্রিয়াংকা নিয়োগী, ভারত।

বরফের সমুদ্রে সাদা মোহরে সমস্তটাই সাদা,
মনের কালো হয়ে যায় সাদা ধবধবা।
মন চায় বরফ এসে পড়ুক আমার গলিতে,
ললিত মোহনায় নির্ঝুম সন্ধ্যায় সাদা বরফের চাদরে,
আগুন জ্বালিয়ে প্রিয়তমের পরশের সাথে,
মৃদু আনন্দে মেতে মিশে যায় অজানা সময়ে,
নিত্য প্রয়োজনীয় আনন্দটুকু শুষে নেয়,
ঐ সাদা বিছানার বরফের ঢাকনাতে।
বরফের দেশে বরফ দিয়ে ছোড়াছুড়ি,
স্কেটিং এ এপার ওপার দৌঁড়াদৌড়ি,
মন ঠান্ডার পরশ বরফের সাথে মাখামাখি,
বরফের সাথে আমিও বরফ হই রাতারাতি।
আত্মঠান্ডার প্রাকৃতিক ওষুধ বরফের দেশ ঘুরি,
দুঃখ চলে যায় কষ্ট দূর করে বরফের সমুদ্রের হাসি।