কবিতা

মহিলাদের সারমর্ম
প্রিয়াঙ্কা নিয়োগী,ভারত
___________________________________________
নারী তুমি প্রথিতযশা শিক্ষাবিদ,
ঘর সামলানোর যত্নে পৃথিবীকে সাজাও অহর্নিশ,
মায়া মমতায় রাখো সৌরভিত,
সকলকে রাখো উদ্ভাসিত।
নিয়মকে নিয়ম করে সংসার সাজাও
উন্নতির বাঁধনে,
ঝড়,যুদ্ধ ধৈর্য্যৈর সাথে সয়ে
হাসি মুখে ভালোবাসা,ধমক ও মায়ায় সবাইকে সামলাও,
ধরে রাখো আঁচলে গিট দিয়ে।
নগরীর নগর শহরের সভ্যতা তুমি,
আলোর মহিমা তুমি।