টঙ্গীতে তবলীগ জামাতের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ হেফাজতের বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি :
আজ ২০ শে ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহ জেলা শহরের পায়রা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশর আয়োজনে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বর্তমান টঙ্গী ইজতেমা ও ইজতেমায় ঘটা ঘৃণিত হামলার পেক্ষিতে সর্বসম্মতিতে কিছু দাবি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
তাঁরা গত ১৮ই ডিসেম্বর রাত্রে ঐতিহাসিক টঙ্গির ময়দানে ভারতের-‘র’ ও ইসরাইলের মোসাদের মদদপুষ্ট, সন্ত্রাসী সা’দ পন্থীদের হামলা ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে, দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
আলোচনায় আরো বলা হয় শান্তি প্রতিষ্ঠায় তাবলিগ জামাতের ভুমিকা শত বছরের পরিক্ষিত, এই পবিত্র সংগঠনকে বন্ধ করার গভীর ষড়যন্ত্রকারীর মূল হোতা সা’দ ও তার অনুসারীদের সকল সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ ও অপতৎপরতা বন্ধের জন্য জোর দাবী জানান।১৮তারিখে টঙ্গির ময়দানে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ঝিনাইদহ জেলা থেকে যারা অংশ গ্রহন করেছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবী ও সাথে সাথে খুনি সন্ত্রাসী সা’দ অনুসারীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষনার জোর দাবী তোলেন এবং জেলা মারকাযসহ সকল মসজিদ থেকে এই সন্ত্রাসী গ্রুপকে অবাঞ্চিত ঘোষনা করা হল।
ঝিনাইদহ জেলায় সা’দ সাহেবের নীল নক্সা বাস্তবায়নকারী ও সন্ত্রাসী বাহিনীর মূল হোতা ডাঃ আব্দুর রউফ, প্রফেসার ওলিয়ার, আনিসুর রহমান খোকা চেয়ারম্যান, শাহীন প্রফেসর,তুহিন,মিল্টন সহ তাদের সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
এছাড়াও বিশেষ ভাবে ঝিনাইদহ জেলার মারকাজ মসজিদ সহ কোন মসজিদেই যেন সা’দ পন্থীরা অবস্থান করতে না পারে, সে দিকে সকল ধর্মপ্রাণ মুসলমান ও প্রশাসনকে সজাগ থাকার জন্য জোর দাবী জানান।
মুফতি আ: করিম,দপ্তর সম্পাদক জেলা হেফাজতে ইসলাম ও মাওলানা অলিয়ার রহমানের সন্চালনায় মুফতি আরিফ বিল্লাহ কাশেমী,সভাপতি জেলা হেফাজতে ইসলামের সভাপতিত্বে আজকের এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ও বক্তব্য রাখেন মুফতি আমানত উল্লাহ,সভাপতি হেফাজতে ইসলাম,কোটচাঁদপুর উপজেলা, মুফতি ইলিয়াস, অর্থ সম্পাদক জেলা হেফাজতে ইসলাম,হযরত সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক সদর থানা হেফাজতে ইসলাম,নবীর হোসেন, সহ: সা: সম্পাদক, জেলা হেফাজতে ইসলাম,আ: হামিদ বিশ্বাস, হেফাজতে ইসলামের সদস্য ও জেলার মুরুব্বি তাবলীগ সাথী, ডা.এ এইচ এম মুনতাজুল করীম,সভাপতি ইসলামি আন্দোলন, ঝিনাইদহ জেলা,হযরত ইমরান হোসাইন, আলমগীর হোসেন, জেলা তাবলীগের মুরুব্বি সাথী, হযরত আলী আশরাফ বলী কাদরী,ঈমাম,আরাপপুর জামে মসজিদ, মুফতি যুবায়ের,সহ: সাংগঠনিক সম্পাদক জেলা হেফাজতে ইসলাম সহ আরও অনেকে।