হাতিয়ায় চরচেঙ্গা বাজার বণিক সমিতির নির্বাচন

স্টাফ রিপোর্টার
নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আমিনুল ইসলাম বিদ্যুৎ সভাপতি ও আব্দুল মন্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
শনিবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এমসিএস উচ্চ বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ২ জন কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সাধারণ সদস্য পদে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । ২৫১জন ভোটারের মধ্যে ২৪৯জন ভোট প্রদান করেন। এতে চেয়ার প্রতিকে ১২৮ ভোট পেয়ে আমিনুল ইসলাম বিদ্যুৎ সভাপতি ও মোটর সাইকেল প্রতিকে ১৯৫ ভোট পেয়ে আব্দুল মন্নান সাধারন সম্পাদক ও হাতি প্রতিকে ১০৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে মোঃ ছালাউদ্দিন নির্বাচিত হয়।
হাতিয়া উপজেলায় ঐতিহ্যবাহী চরচেঙ্গা বাজাে দীর্ঘ ২৩ বছর পর বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই এই ভোটকে কেন্দ্র করে ভোটার এবং প্রার্থীদের মাঝে ব্যাপক আনন্দঘন ও উৎসাহপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়। ভোটারগন সকাল থেকে লাইন ধরে তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
নির্বাচন কমিশনার ও জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু সোলাইমান বলেন, অত্যন্ত সুষ্ঠু, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। যা হাতিয়া উপজেলার অন্যান্য বাজারের জন্য একটি অনন্য উদহারণ হয়ে থাকবে। ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আজ একটা বণিক সমিতির নির্বাচনে মানুষের যে উচ্ছ্বাস দেখেছি তা গত ১৭ বছরে মানুষের জিম্মিদশা থেকে মুক্তির একটি প্রমান।
গণতান্ত্রিক সকল প্রক্রিয়ায় আজকের ভোট সম্পন্ন করায় আহবায়ক কমিটি, নির্বাচন কমিশনের অন্যান্য সকল সদস্য , আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য, সাংবাদিক সহ সকলকে ধন্যবাদ জানান তিনি।