এসএমই খাতের উন্নয়নে সংস্থাগুলোর সমন্বয় ও কাঠামোগত সংস্কার জরুরি: ডিসিসিআই-এর আলোচনায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘এসএমই নীতিমালা ২০১৯-এর সংষ্কার: প্রেক্ষিত টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং উদ্ভাবন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ১৯ অক্টোবর, ২০২৪ তারিখে। অনুষ্ঠানে বক্তারা এসএমই খাতের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনার কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ তার মূল প্রবন্ধে উল্লেখ করেন, এসএমই উদ্যোক্তারা কর্মসংস্থান সৃষ্টি করলেও তাদের উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন এখনও আশানুরূপ নয়। এর প্রধান কারণ হিসেবে তিনি অর্থায়ন প্রাপ্তির জটিলতা, দক্ষতার অভাব, রাজস্ব নীতিমালার সমস্যাগুলোকে চিহ্নিত করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে এসএমই নীতিমালার বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কার্যপরিধি নির্ধারণ, ব্যবসায়িক কাজের লাইসেন্স প্রক্রিয়া ডিজিটালাইজেশন, লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন, এবং পণ্যের বহুমুখীকরণের জন্য দক্ষতা উন্নয়ন।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সলিম উল্লাহ জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন একটি এসএমই নীতিমালা প্রণয়ন কার্যক্রম চলছে। বিসিক-এর পরিচালক কাজী মাহবুবুর রশিদ সরকারি সংস্থাগুলোর সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া এসএমই খাতের উদ্যোক্তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে সার্বিক কাঠামোগত সংস্কারের প্রস্তাবও উঠে আসে।
বক্তারা আরও বলেন, এসএমই খাতের বিকাশ ও উদ্যোক্তাদের আর্থিক সহায়তা সহজতর করার জন্য একটি কার্যকর নীতিমালা ও উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।