সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম:

সর্বশেষ আপডেট:

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি, বৃহস্পতিবারও ছুটি ঘোষণা

শারদীয় দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে আগামী বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন, সরকারের নির্বাহী আদেশে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি হতে যাচ্ছে।

আগামী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার পাশাপাশি, রোববার দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত ছুটি থাকবে।

প্রজ্ঞাপন জারি করা হবে আজ মঙ্গলবারের মধ্যেই। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর সমাধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে।

এছাড়া, বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান অনুষ্ঠান যেন নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মাহফুজ আলম উল্লেখ করেছেন।

আজ মঙ্গলবার, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম এবং প্রেস উইংয়ের কর্মকর্তারা। পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাহফুজ আলম।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের নেতাদের সঙ্গেও এই সময়ে মতবিনিময় করা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার
মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১
ঠিকানা : ৯২, মতিঝিল নিউ স্টার কমিউনিকেশন (২য় তলা), মতিঝিল বা/এ ঢাকা- ১০০০

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১
ই-মেইল: dainikpujibazar@gmail.com

google.com, pub-1579532791932600, DIRECT, f08c47fec0942fa0