বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ |১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক পতনে শেষ হলো লেনদেন

DSE CSE

পুঁজিবাজার প্রতিবেদক:

পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই বাজারেই আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কিছুটা কমে আসে। তবে ডিএসইতে লেনদেনের পরিমাণ ১ হাজার ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩.৬২ পয়েন্ট কমে ১ হাজার ২৩০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৩.০৭ পয়েন্ট হ্রাস পেয়ে ২ হাজার ১৮২ পয়েন্টে নেমে আসে।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দর বেড়েছে, ১৪৫টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৭২টির। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার তুলনায় কম।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ২১.৫৯ পয়েন্ট কমে ৯ হাজার ৬৫০ পয়েন্টে অবস্থান করছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৯.৪৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৭০২ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৯২ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬৯.৫৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৮১২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ২৩৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ১০৮টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ২২টির। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ২৪ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ২১ কোটি ১১ লাখ টাকার চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার

মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১

উপদেষ্টা: আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ

ঠিকানা : ১০৯, কর্ণফুলী গার্ডেন সিটি, কাকরাইল, ঢাকা- ১০০০।

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১

ই-মেইল: dainikpujibazar@gmail.com

google.com, pub-1579532791932600, DIRECT, f08c47fec0942fa0