চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে ভারপ্রাপ্ত সিইও নিয়োগ

পুঁজিবাজার প্রতিবেদক
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে নতুন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য এ নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য প্রকাশ করা হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মুহাম্মদ আমদাদ উল্লাহ ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি গত ২৮ আগস্ট থেকে পদটিতে দায়িত্ব পালন করছেন।
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৫০ লাখ টাকা এবং মোট শেয়ারের সংখ্যা ৩ কোটি ৭৫ লাখ। সর্বশেষ ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত তথ্যমতে, কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৬০ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.৩৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩২.৬৬ শতাংশ শেয়ার।