সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। ঘোষণার ভিত্তিতে বন্ডটির বিনিয়োগকারীরা ১০ শতাংশ হারে মুনাফা পাবেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) ট্রাস্টি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
তথ্যমতে, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১০ মার্চ পর্যন্ত সময়ের জন্য এ কুপন রেট কার্যকর থাকবে। নির্ধারিত সময়ে বন্ডটির ইউনিটধারীরা ১০ শতাংশ হারে রিটার্ন পাবেন। আর আগামী ১০ মার্চ, ২০২৬ তারিখে কুপন পেমেন্ট সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এ সময়ের জন্য কোনো রেকর্ড ডেট ঘোষণা করা হয়নি। এছাড়া কুপন রেট ঘোষণার কারণে বৃহস্পতিবার পারপেচুয়াল বন্ডটির লেনদেনে দরসীমা প্রযোজ্য থাকবে না।