বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ |১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
নববর্ষের নবত্ব, প্রিয়াংকা নিয়োগী,ভারত ভাঙ্গায় প্রবাসী স্বামীকে ঘুম পাড়িয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২ বেসিক ব্যাংকের নতুন ডিএমডি নিয়োগ জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স ও স্টার স্টেপ ফুটওয়্যার-এর মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর বিনিয়োগ সীমা লঙ্ঘন ও মুনাফা হিসাব জটিলতায় সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ক্রাউন সিমেন্টের উদ্যোক্তা পরিচালকের ৩০ লাখ শেয়ার হস্তান্তরের সিদ্ধান্ত হলিতে শিশুদের মানববন্ধন: গাজায় গণহত্যার প্রতিবাদে ক্ষুদে শিক্ষার্থীদের সোচ্চার অবস্থান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর ফেনী সেলস্ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মদিনে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেনিথ ইসলামী লাইফের সিইও এস এম নুরুজ্জামান

সর্বশেষ আপডেট:

প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ১১ জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) অংকন সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পর্নোগ্রাফী মামলার আসামী ১। জুনায়েত আল হাবিব @ ইয়ামিন (২০), পিতা-সাইফুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং-পলশা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন টাউন মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আনোয়ার হোসেন আনার (৫৫) সাবেক ০১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক, পিতামৃত-হোসেন আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-আকুয়া মোড়লপাড়া, হাবুন বেপারীর মোড়, ২। মোঃ আজহারুল ইসলাম স্বপন (৪৫), ২৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সদস্য, পিতামৃত-আঃ মান্নান, মাতামৃত-জোসনা খাতুন, সাং-আকুয়া মোড়ল পাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাবুন বেপারী মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) ছানোয়ার হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ গোলাম মোস্তফা (২০), পিতা-আলী হোসেন, ২। শাহিন মিয়া (১৫), পিতা- শামসুল হক, মাতা-শাহনাজ বেগম উভয় সাং-চর ভবানীপুর (চর সিরতা), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার ১। মেহেদী হাসান আবির (২৬), পিতা-লাল মিয়া, মাতা-রাজিয়া সুলতানা রোজি, সাং- কাচিঝুলি, ২। মোঃ মোক্তার হোসেন (৩৬), পিতামৃত-আবুল কাশেম, মাতামৃত-সাহেরা বেগম, সাং- শিকারীকান্দা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শাহ জালাল সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার ১। শাওন মিয়া (২০), পিতা-নজরুল ইসলাম, মাতা-রোশেদা বেগম, সাং-বীর নগর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে কোতোয়ালী কো মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আব্দুল হক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার ১। মোঃ ওয়াহিদুর রহমান সবুজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক (৩০), পিতা-মোঃ ফকর উদ্দিন দুলাল, মাতা-শিউলি বেগম, ঠিকানা: স্থায়ী: (চর খচিয়া, ৫নং সিরতা ইউপি.৫ নং ওয়ার্ড), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করেন।

র‍্যাব ১৪ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী আসামী ১। বাবুল মিয়া (৫৫), পিতা-মৃত আছর মিয়া, মাতা-মৃত আম্বিয়া খাতুন, সাং-বয়রা (জামতলা মোড়), ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ২২ নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের জামতলা মোড় বয়রা সাকিনস্থ বাবুল মিয়ার টিন শেড বিল্ডিং এর পশ্চিম পাশের কক্ষ হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

ইহাছাড়াও এএসআই (নিঃ) ফরহাদ উদ্দিন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করেন।

জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামীর নাম ঠিকানা- ইকবাল হোসেন (৩২), পিতা-আঃ হাই, স্থায়ী: গ্রাম- গোহাইল কান্দি পুর্ব (পূর্ব গোহাইলকান্দি), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার
মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১
ঠিকানা : ৯২, মতিঝিল নিউ স্টার কমিউনিকেশন (২য় তলা), মতিঝিল বা/এ ঢাকা- ১০০০

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১
ই-মেইল: dainikpujibazar@gmail.com