বিশেষ প্রতিনিধি : ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অভিযানে ইং ০১/১২/২০২৪ তারিখ গ্রেফতার ১১ জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ১১ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) অংকন সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পর্নোগ্রাফী মামলার আসামী ১। জুনায়েত আল হাবিব @ ইয়ামিন (২০), পিতা-সাইফুল ইসলাম, মাতা- আনোয়ারা বেগম, সাং-পলশা, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন টাউন মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আনোয়ার হোসেন আনার (৫৫) সাবেক ০১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক, পিতামৃত-হোসেন আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-আকুয়া মোড়লপাড়া, হাবুন বেপারীর মোড়, ২। মোঃ আজহারুল ইসলাম স্বপন (৪৫), ২৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সদস্য, পিতামৃত-আঃ মান্নান, মাতামৃত-জোসনা খাতুন, সাং-আকুয়া মোড়ল পাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া হাবুন বেপারী মোড় এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) ছানোয়ার হোসেন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। মোঃ গোলাম মোস্তফা (২০), পিতা-আলী হোসেন, ২। শাহিন মিয়া (১৫), পিতা- শামসুল হক, মাতা-শাহনাজ বেগম উভয় সাং-চর ভবানীপুর (চর সিরতা), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) খলিলুর রহমান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার ১। মেহেদী হাসান আবির (২৬), পিতা-লাল মিয়া, মাতা-রাজিয়া সুলতানা রোজি, সাং- কাচিঝুলি, ২। মোঃ মোক্তার হোসেন (৩৬), পিতামৃত-আবুল কাশেম, মাতামৃত-সাহেরা বেগম, সাং- শিকারীকান্দা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শাহ জালাল সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার ১। শাওন মিয়া (২০), পিতা-নজরুল ইসলাম, মাতা-রোশেদা বেগম, সাং-বীর নগর, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে কোতোয়ালী কো মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আব্দুল হক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার ১। মোঃ ওয়াহিদুর রহমান সবুজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্মআহবায়ক (৩০), পিতা-মোঃ ফকর উদ্দিন দুলাল, মাতা-শিউলি বেগম, ঠিকানা: স্থায়ী: (চর খচিয়া, ৫নং সিরতা ইউপি.৫ নং ওয়ার্ড), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে থানা এলাকা হইতে গ্রেফতার করেন।
র্যাব ১৪ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী আসামী ১। বাবুল মিয়া (৫৫), পিতা-মৃত আছর মিয়া, মাতা-মৃত আম্বিয়া খাতুন, সাং-বয়রা (জামতলা মোড়), ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ২২ নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের জামতলা মোড় বয়রা সাকিনস্থ বাবুল মিয়ার টিন শেড বিল্ডিং এর পশ্চিম পাশের কক্ষ হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
ইহাছাড়াও এএসআই (নিঃ) ফরহাদ উদ্দিন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ০১টি জিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করেন।
জিআর সাজা পরোয়ানা ভুক্ত আসামীর নাম ঠিকানা- ইকবাল হোসেন (৩২), পিতা-আঃ হাই, স্থায়ী: গ্রাম- গোহাইল কান্দি পুর্ব (পূর্ব গোহাইলকান্দি), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
www.dainikpujibazar.com
কপিরাইট © দৈনিক পুঁজিবাজার ২০২৪ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত