শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে উল্লম্ফন, সূচকে ইতিবাচক ধারা অব্যাহত ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা বার্জার পেইন্টসেরডিএসই-সিএসই সূত্রে তথ্য লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের ২০২৫-২০২৬ বর্ষের নতুন নেতৃত্ব ঘোষণা বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটির নতুন সদস্য- লায়ন খান আকতারুজ্জামান কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার আবেদন বাতিল করল বিএসইসি মান ইন্টারন্যাশনাল ও প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর ডিএসইতে নতুন ভারপ্রাপ্ত এমডি হিসেবে আসাদুর রহমান বিশ্বে প্রথম জলবায়ু ভিসা চালু করলো অস্ট্রেলিয়া, আবেদন জমা টুভালু নাগরিকদের জুলাই অপরাধীদের তালিকা প্রকাশ না করাও অপরাধ: এনডিবি চেয়ারম্যান আবারও রুপালি পর্দায় ফিরছেন শাবনূর, ‘রঙ্গনা’ নিয়ে নতুন আশার আলো

সর্বশেষ আপডেট:

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউইয়র্কে ইতিহাস গড়ার পথে জোহরান মামদানি: চারশ বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী

✍️ স্বপ্নীল হাসান | নিউইয়র্ক প্রতিনিধি

নিউইয়র্কে ইতিহাস গড়লেন মুসলিম তরুণ নেতা জোহরান মামদানি! ৪ নভেম্বরের নির্বাচনে তাকেই দেখা যেতে পারে বিশ্বের রাজধানীর মেয়র হিসেবে।

নিউইয়র্ক সিটির চারশ বছরের রাজনৈতিক ইতিহাসে নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। ২০২৫ সালের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৩ বছর বয়সী মুসলিম রাজনীতিক জোহরান মামদানি। ২৪ জুন (মঙ্গলবার) অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোকে বিপুল ভোটে পরাজিত করে এই ঐতিহাসিক অর্জন করেন।

প্রচণ্ড তাপদাহেও ভোটারদের অভাবনীয় অংশগ্রহণ

ভোট গ্রহণের দিন নিউইয়র্ক শহরে তাপমাত্রা ছিল ১০৩ ডিগ্রি ফারেনহাইট—গত ১৩ বছরে সর্বোচ্চ। তবুও, তীব্র গরম উপেক্ষা করে প্রবাসীসহ সাধারণ ভোটারদের বিপুল অংশগ্রহণ ছিল দৃশ্যমান। নিউইয়র্ক বোর্ড অব ইলেকশনের তথ্য অনুযায়ী, মেয়র পদে জোহরান মামদানি পেয়েছেন ৪,০৮,৬১৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্যুমো পেয়েছেন ৩,৩৯,৪৪১ ভোট এবং তৃতীয় স্থান অর্জন করেছেন ব্র্যাড লেন্ডার, যার প্রাপ্ত ভোট ১,০৭,৩০২।

ডেমোক্র্যাট মনোনয়নই মূল নির্বাচনের সিঁড়ি

নিউইয়র্ক শহরের ৭০ শতাংশ ভোটার ডেমোক্র্যাটিক পার্টির রেজিস্টার্ড সমর্থক। তাই দলের প্রার্থী হওয়াই অনেকটা মূল নির্বাচনে জয়ের পথ পরিষ্কার করে দেয়। বিশ্লেষকরা বলছেন, এই প্রাথমিক নির্বাচনে জোহরানের বিজয়ই মূল নির্বাচনের সম্ভাব্য ফলাফলকে ইঙ্গিত করে।

রাজনৈতিক উত্থানের ধারাবাহিকতায় ইতিহাস গড়লেন জোহরান

জোহরান মামদানি ২০২২ সালে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হয়ে স্টেট পার্লামেন্টে প্রথম মুসলিম হিসেবে প্রবেশের গৌরব অর্জন করেন। তখনই তিনি প্রগতিশীল রাজনীতির প্রতিচ্ছবি হিসেবে মার্কিন মিডিয়ায় আলোচিত হন। এবার নিউইয়র্ক শহরের প্রশাসনের সর্বোচ্চ পদে যাওয়ার পথে তার অগ্রগতি অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশি-আমেরিকানদের গর্বের মুহূর্ত

এই প্রাইমারিতে ৩৯তম ডিস্ট্রিক্ট থেকে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফ। তার পাশাপাশি জোহরানের বিজয়ে প্রবাসী বাংলাদেশি এবং মুসলিম কমিউনিটিতে বইছে বিজয়ের উচ্ছ্বাস। ব্রুকলিন, জ্যামাইকা, জ্যাকসন হাইটস, পার্কচেস্টারসহ বিভিন্ন এলাকায় প্রবাসীরা বিজয় উৎসবে মেতে উঠেছেন।

প্রতিদ্বন্দ্বিতায় এরিক এডামস ও রিপাবলিকান প্রার্থী

আগামী ৪ নভেম্বর মূল নির্বাচনে জোহরানের প্রতিদ্বন্দ্বী হবেন বর্তমান মেয়র এরিক এডামস, যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হওয়ায় এবং ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নেওয়ার কারণে তিনি ডেমোক্র্যাটদের সমর্থন হারিয়েছেন। অপরদিকে, রিপাবলিকান পার্টিও একজন প্রার্থী দিয়েছে, তবে ভোটের হিসাব অনুসারে তিনিও পিছিয়ে আছেন।

মুসলিম ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আশা

নিউইয়র্ক সিটিতে মুসলমান ভোটারের সংখ্যা দুই লাখেরও বেশি। তাদের ৯০ শতাংশ যদি ভোট কেন্দ্রে উপস্থিত হন, তবে জোহরানের জয়ে কোনো বাধা থাকবে না বলে বিশ্লেষকদের অভিমত।

ভবিষ্যতের প্রতিশ্রুতি ও কমিউনিটির প্রত্যাশা

বিজয়ের পর জোহরান মামদানি বলেন, “আমি নিউইয়র্কের প্রতিটি মানুষের মেয়র হতে চাই—আপনি যাকেই ভোট দেন না কেন, আমি সবার জন্য কাজ করব।”
বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এই জয়কে শুধু রাজনৈতিক নয়, সামাজিক এবং সাংস্কৃতিক বিজয় হিসেবেও দেখছেন। তাদের প্রত্যাশা, নিউইয়র্ক সিটির প্রশাসনে এবার অভিবাসী এবং মুসলিম কমিউনিটির জন্য নতুন ও কার্যকর পদক্ষেপ আসবে।


📌 সংক্ষিপ্ত তথ্যবলি:

  • প্রার্থী: জোহরান মামদানি (৩৩), ডেমোক্র্যাট
  • প্রাপ্ত ভোট: ৪,০৮,৬১৭
  • প্রধান প্রতিদ্বন্দ্বী: অ্যান্ড্রু কুওমো – ৩,৩৯,৪৪১
  • তাপমাত্রা: ১০৩°F (১৩ বছরে সর্বোচ্চ)
  • মূল নির্বাচন: ৪ নভেম্বর ২০২৫
  • মুসলিম ভোটার: ২,০০,০০০+
  • প্রধান এলাকা: জ্যাকসন হাইটস, ব্রুকলিন, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদক ও প্রকাশক : সোয়েব মজুমদার
মোবাইল: +৮৮০ ১৭২৬ ২০২৮৩১
ঠিকানা : ৯২, মতিঝিল নিউ স্টার কমিউনিকেশন (২য় তলা), মতিঝিল বা/এ ঢাকা- ১০০০

ফোনঃ +৮৮০ ১৭২৬২০২৮৩১
ই-মেইল: dainikpujibazar@gmail.com

google.com, pub-1579532791932600, DIRECT, f08c47fec0942fa0